জানা নাই তোমার কেন অঝড়ে একদিন কাঁদবে !
কেঁদে কেঁদে কেন আলোমাখা মুখ আড়ালে ঢাকবে!
কোন যাতনা লুকায়ে আছে মরিচিকার মত
হৃদয় কোণে যা ঝরবে শ্রাবণ ধারায় অবিরত।
জানা নাই তোমার, জানা নাই।
আবেগের সূচনা বিন্দু কবে রচিত হয়েছিল নিভৃতে
হৃদয় উজাড় করে সব বাসনা চেয়েছিলে দান করে দিতে!
জানা নাই তোমার, জানা নাই।
হৃদয় প্রঙ্গণে কোন ক্ষণে কি ঘটে চোখের আড়ালে-
মাধুরী আহরণে নতুন অনুভূতির বুনন হয় কোন রহস্য তালে!
জানা নাই তোমার, জানা নাই।
যতই আগন্তক হই, অচেনা তবুও আমারই ছবি আঁকবে
অবশেষে সব জেনে অঝড়ে একদিন তুমি কাঁদবে কাঁদবে।
তারিখঃ মে ২৩, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,