প্রিয় পাঠক জানতে চাইলো,
আচ্ছা কবি, তুমি কবিতা লিখ কেন !
শুনেছি প্রতি শব্দ, বাক্য লিখে সময় ব্যয় হয় অনেক।
সময়ের আর এক পরিচয় – অর্থ-কড়ি
জোটে না এ সব তো কবিতা লিখে !
তুমি, প্রিয় পাঠক তাই তোমাকে বলি-
তোমার এখন দুঃখ কষ্ট কিছুটা
কবিতার কটা লাইন পড়লেই
তোমার মন হবে ফুরফুরে
কেটে যাবে, যেমন আকাশ থেকে মেঘ।
অথবা ধর, তোমার এখন সুখ আনন্দ কিছুটা,
কবিতার কটা লাইন পড়লেই
তোমার মনে চেতনা আসবে
সুখ আনন্দই জগৎ নয়।
জীবনের অর্থ খোঁজা হয় কবিতায়,
সুখের বা দুঃখের পার্থক্য বের হয় কবিতায়।
জগতের যা মহা মূল্যবান, তা কেনা যায় নি
কথনও অর্থ-কড়িতে।
প্রিয় পাঠক, আমার-
তুমি মাঝে মাঝে কবিতা পড়িও-
তোমার মন ও মনন উন্নত হবে,
অসাবধানতাও পা ফঁসকে পড়ে যাবে না নিচে,
অথবা অন্ধকার কূপে।
রেটিং করুনঃ ,