প্রকৃতিতে যেমন দেয় হানা জ্যৈষ্ঠের খরতাপ
তোমারও হানা, আমার মনে, জানি না এ কোন অভিশাপ !
মনে জাগে অনল তৃষ্ণা, দহন দাবানল ভীতি
দহন তৃষ্ণা হবে কি শূণ্য যদি ভাঙ্গি সমাজ নীতি !
তুমি জ্যৈষ্ঠের খরতাপের বদলে
এসো আষাঢ় শ্রবণের অঝড় বাদলে।।
শুষ্কতা দহন দাবানল শূণ্য করে
শীতল শান্তি পরশে হৃদয় দাও ভরে।
উছলিয়া উঠুক আমার দেহ মন প্রাণ
তোমার যাদুকরী রূপে হোক মনের দহনের অবসান।।
তোমাকে না দেখায় এক বিন্দু, তুমি জ্যৈষ্ঠের দাহের মত
শুধু বিন্দু দেখায় তুমি আষাঢ়ের শান্তির বরষণ অবিরত।।
জানিও কেউ দিতে পারে নাই তোমার মূল্যমান
হবে না তুমি শত কোটি মন হিরকের মূল্য সমান।
অজান্তে প্রকাশ্যে তুমিই আমার দেবী রূপ
এ বাক্য হৃদয়ে ধারণ রবে একান্তে নিঃচুপ।।
তারিখ: মে ১২, ২০১৮ ( শ )
রেটিং করুনঃ ,