মাঝে মাঝে মনে হয় –
আমার চোখে তুমি আমানত রেখেছিলে।
আজ শুধু স্মৃতিতে বাঁধানো একটি ছবি,
আমি তা কখনও মানি নি।
আলো কিম্বা সূর্যের মত
কখনও আঁধারে মিশো নি তুমি।
একদিন নয় সারা জনমের সময়ে
তোমাকে ভালো লেগেছিল শুধু
ছিন্ন বা মুক্ত হতে পারি নি
মন, মনন এবং অবশেষে স্মৃতি থেকে
যেমন মুক্ত হতে পারি নি বাতাস থেকে
সূর্যের আলো থেকে, তেমনি তোমার ভালো লাগা থেকেও আমি।
যে চির সত্য কথাটি অনেকে বলে
তা আমি বলি নি কোন দিন।
যদি পর্শ্চাদে তোমার অ-কল্যান হয় এই ভেবে।
অথবা এক ফোঁটা বিরুক্তির কারণও,
এখন বুঝি কেন অ-কারণ পৃথিবীতে আসে
বিষন্নতা, দুঃখের শিশিরে কেন নিজেকে মিশায়
সে তো বহু বহু বছর আজ গত
তুমি সুখে-দুখে, ভালো-মন্দে কতখানি আছো
হয়তো আছো-
আমার যত কল্যানের মত।
নিজের ছায়া দেখি নি আলো
অথচ বৃক্ষ, দালান দেখেছে নিজের ছায়া
আমি শুধু তোমার আলো দেখেছি কখনও দেখিনা তোমার ছায়া।
আঁধারের বিপরীতে যদি আলো থাকে
তবে তুমি, আমার সেই দেখার আলো।।
তারিখ: ১২ মার্চ ২০১৩
রেটিং করুনঃ ,