বৈশাখে মেলে নি বৈশাখি ঝড় বাদল, দাহ থেকে শীতল পরশ। অথচ পেরিয়ে গেল বৈশাখের ১৩টা দিন!
সারা দেশেই এখন তীব্র দাবদাহ চলছে। আবহাওয়া অফিস বলছে, এই দাবদাহ সামনের আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবদুর রহমান খান আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, আজও তাপমাত্রা মোটামুটি গতকাল রোববারের মতোই থাকবে, বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কম। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আরও দুই থেকে তিন দিন তাপমাত্রা এমনই থাকবে। এরপর একটু মেঘলা হয়ে আসতে পারে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া খুলনায় তাপমাত্রা ৪০ দশমিক ২, রাজশাহীতে ৪০ দশমিক ৩, ঢাকায় ৩৯ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।
সূত্র: সংগৃহিত
তারিখ: এপ্রিল ২৬, ২০২১
রেটিং করুনঃ ,