নতুন পাদুকা বা চটি হোক আর জুতা, পায়ে চাপালে, হাঁটলে পায়ে ব্যাথা পাওয়ার কথা প্রথম প্রথম। নতুন লুংগিতেও একই কথা, খসখসে, অমসৃন, মোলায়েম মনে হয় না। ঝাপটা বাতাসের মত শব্দও হয় হাঁটলে।
ছেলেরা তো বটেই ডেনিম বা জিন্সের প্যান্ট মেয়েরাও আজকার বেশ পরিধান করছেন। মোটা ডেনিম কাপড় দিয়ে প্যান্ট সেলাই করে ধোপাখানায় ধুঁয়ে ধুঁয়ে একে বারে পুরাতন করে, তুলার মত নরম করে দোকানে উঠে, তারপর ট্রাইল রুমে তার পর দরকষাকষি। ক্রয়। তারপর মন মত ভাবে পরিধান, সবার সামনে চলা ফেরা।
নতুন তাওয়ালে বা গামছা দিয়ে গোছলের পরে শরীর থেকে সহজে পানি চুষে নিতে চায় না। বেশ ঝামেলা হয়, পুরাতন না হওয়া পর্যন্ত।
নতুনে অনেক ঝক্কি ঝামেলা, মানান মত না। মন সই হয় না।
তা হলে নতুন বউ !!! পুরাতন হয়ে যাওয়া বউ ই মনমত, মানান সই, মনের সব কথা বুঝে, আঁঠার মত লেগে থাকে।
কথাটিকে উল্টাইয়া দিলে পুরাতন হ্ইয়া যাওয়া বর ই মনমত, মানান সই, আঁঠার মত লাগিয়া থাকে।
তারিখ: মে ০৩, ২০১২
রেটিং করুনঃ ,