চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৬৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ৯ হাজার ১২০ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার ১ হাজার ৯০ জন ভর্তি আছে রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে। আর বাকি ১২৫ রোগী ভর্তি ছিল অন্যান্য জেলায়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছে ৪০ জন।
গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে দৈনিক ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়তে শুরু করেছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ছিল ১০০ জন। জুনে আক্রান্ত হয় ২৭২ জন। জুলাই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২৮৬। চলতি মাসের ২৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৬২ জন।
দুই দশকের বেশি সময় ধরে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব চললেও ২০১৯ সালে ঢাকায় ব্যাপকভাবে এ রোগ ছড়ায়। সে সময় সরকারি হিসাবে দেশে লাখের বেশি মানুষ আক্রান্ত ও দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। এরপর সমালোচনার মুখে দুই বছর ঢাকায় মশকনিধনে ব্যাপক কার্যক্রম চালায় দুই সিটি করপোরেশন। এবার করোনা মহামারির মধ্যে আবার সেই ডেঙ্গু নতুন দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ আগষ্ট ২৬, ২০২১
রেটিং করুনঃ ,