“ইনভেনসন”, “ইনোভেসন” কোন শব্দতে তোমাকে মানায় না।
“ডিসকভারী” – এই শব্দটাই তুমি।
প্রথম দেখাতে গড়িয়ে চলা সামান্য পানি,
এর পরের ধাপে টলটল স্বচ্ছ, মায়া জড়ানো পানি
জীবনের অপর নাম তুমি হলে-
ডিসকভারের ডিসকভারী, তুমি দৈনিক জাতীয় প্রতিকার মত।
নানান বৈচিত্রতায়, অপূর্ব সৌন্দর্যে, মাধুরীতে, প্রফুল্লতায় উচ্ছ্বাসে তুমি নিত্য নতুন তুমি!
ডিসকভারের সূত্র ধরে দেখি –
সারি সারি ঘনো সবুজ বৃক্ষের ছায়াতলায় শান্ত একটি দিঘি
ডুবে থাকতে ইচ্ছা করেছ সেখানে বেশ।
পরের ধাপে তুমি ডিসকভার হলে সবুজ মাঠে বয়ে চলা একটি শান্ত নদী
ঠিক যেন কিশোরীর মাথার রঙিন চুল বাঁধার ফিতার মত।
সাঁতার কাটতে চেয়েছি বেশ।
কিছুটা গভীর অরণ্যে বেশ স্রোতে নদী হয়ে ছুটে চলা তোমার-
একটি নৌকায় করে সাথী হতে চেয়েছি তোমার।
একদিন দেখি খরস্রোত নদী হয়ে সাগরে মিশে বিশাল সাগর তুমি !
সেকি উত্তাল! তোমার ঢেউে ঢেউে আঁচড়ে পড়া সমুদ্র তটে-
বার বার ডেকেই চলেছো একটি বড় শিপে করে আমার সাথে সাথেই থাকো।
গড়িয়ে চলা পানি থেকে তুমি আজ মহা সাগর ডিসকোভার আর ফুরাবে না,
ফুরালেও না-
একে একে ডিসকভার হতে থাকলে তুমিই সেই প্রিয় ফুল গোলাপের দল,
অবসর কাটানো বাগিচা, সবুজে মাখা উদ্যান
সারি সারি পাহাড়ের দেশ ঝর্ণার উৎস ধারা।
কিছুক্ষণ মেঘের আড়ালে থাকা পূর্ণিমার চাঁদ, আলোকিত পূর্ণ চন্দ্র
সবুজ মাছে নরম আলোর খেলায় তুমি !
আমার কাছে হয়ে থাকলে তুমি বিশ্ব ভ্রমান্ড, বিজ্ঞান আর বিজ্ঞানীদের ভাবনার খোরাক!
লক্ষ্য কোটি নতুন নতুন আবিষ্কার ও তত্বের পরও তুমি থেকে যাবে –
আমার চির চেনা ডিসকভার হয়েই।
নতুন আবিষ্কারে যে তুমি কখনও থামার নও।
তারিখঃ সেপ্টম্বর ১৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,