একটি প্রজাপতির মত উড়ে চলা তোমার-
শরীরটাকে বেশ হালক করে
দুঃখ যাতনাগুলিকে কোথাও লুকিয়ে।
আমাকেও রেখ তোমার প্রজাপত ডানায়
হালকা করে নিব আমারও
দুঃখ দহন যাতনা করুণ যত।
একটি লিখনের লাইন যদি লেখা হতো
যা ক্রমাগত লিখে অদৃষ্ট কলম
আজকার মত বাকিটা সময় কাল, যতকাল
এক সাথে খুব নিবিড়ে।
ঘনো নিঃশ্বাসের মত একসাথে সাথে
জীবনে আর কি থাকে কিছু ফুরানোর!
হারানোর, ক্ষয়ে যাওয়ার !
ধুকে ধুকে নিঃশেষ হওয়ার মত কিছু !
দৃঢ় প্রত্যয়ে
হবে না কিছু
বাঁধা, করুণ যাতনা যত
প্রজাপতির ডানায় মিশিয়ে দিয়ে
ক্ষুদ্র পরিসরে, ক্ষুদ্র চাওয়ায়
তোমার আমার চলাচল, ঠিক প্রজাপতির ডানায়।
দুঃখ যাতনাগুলিকে কোথাও লুকিয়ে
সুখের পরশ সাথে নিয়ে মিশে থেকে।
তারিখঃ ডিসেম্বর ০৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,