তুমি খুঁজবে আমাকে জানি, চেনা করিডোরে, লিফটে, লিফটের গোঁড়ায়
আমাকে খুঁজে পেতে তুমি আসবে সেই ডেক্সের খুব কাছে দেখার আশায়!
ভুল করে পিএবিএক্সের চারটি নাম্বারে টিপ দিতেই বুঝে যাবে আমি নেই
তোমার হাহাকারে ঠিক দেখবে আমি তোমার পাশে এসে দাঁড়িয়ে আমি সেই।
তারপরও এদিক ওদির ঘাড় ঘুড়িয়ে মন পুড়িয়ে তাকিয়ে তোমার থাকা,
শুধু দেখাটি পাওয়ার আশায় তোমার মনে নানান রঙের কল্পনা আঁকা।।
তবুও আসবে তোমার কানে আমার খিলখিল হাসির রাশি রাশি মুক্তা কণা
কানে নাচবে আগের মত আমার হাঁটার খট খট শব্দের নানান আলপনা।
আমি নেই আর, এখন অন্য কোথাও তবুও জানিও আছি ঠিক পাশের ডেক্সে
হঠাৎ তোমার পিছনে এসে দাড়িয়েছি সেই আগের দিনের মত হৃদয় আবেগে!!
তারিখঃ অক্টোবর ২৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,