এক রাতে পূর্ণিমার নরম আলোতে আবারও প্রথম সকালের শিশির বিন্দুতে
তোমাকে দেখে আমি ভেসেছি বহু কাল বাসনা ভবনার সিন্ধুতে
যদিও কিছু চাওয়া ছিল তবে সবেই ছিল স্বপ্ন ঘেরা ভ্রান্তি
চাওয়ার পরে শুধু চেয়েছি তোমাকে, আসে নি কোন ক্লান্তি।
বহু পথ পাড়ি দিয়ে অবশেষে মিলেছে হিসাব বাস্তবতার মানডন্ডে।
হৃদয়টি একে একে বিভক্ত হয়েছে কয়েক কোটি খন্ডে।
ট্রাজিডি মেনে তোমায় পেতে হৃদয় দুয়ার খোলা
সকল দুঃখ ধারণে নৌকা খানিতে পাল তোলা
ক্ষণে আসে ক্ষণে যায় কেবা সুখের ঠিকানা পায়
শূণ্য হৃদয়ে কত পূর্ণতা দিয়েছি নিজে আজ শূণ্য প্রায়।
দীর্ঘ দুখে পরিপূর্ণতা আছে তাই তোমার দিকে বাড়িয়ে হাত
ট্রাজাডি খেলার শেষ দেখতে মেনেছি তীক্ষ্ম দুখের ঘাত প্রতিঘাত।।
তপ্ত দাহের মাঝে হঠাৎ একদিন শীতল হাওয়ার মাঝে এসে
হৃদয়ে গড়েছো নিঃরবে তুমি আমার ভুবন, বুঝেছি অবশেষে।
যদিও অন্যায়, রীতি ভাঙ্গা, ভুল চাওয়া যদিও ভয়ানক ক্ষতি
হৃদয়ে ধারণ করে দুখের অনল বয়ে যাব শেষ নিঃশ্বাস অবধি।
তারিখঃ জুলাই ২২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,