সে পেশায় কৃষক কিন্তু হত দরিদ্র। নাম তার জমির, পুরা নামে জমির উদ্দন বয়ান। দারিদ্রতার নানান বৈশিষ্ঠ তার দেহে, গৃহ খানিতে কিন্তু তার গৃহের সামনে একটি খাস সম্পত্তির সবুজ মাঠ। সবুজ ঘাসের মাঠ।
জমির একদিন বলেই বসল এই খাস সবুজ মাঠটির মালিক যদি আমি হতাম, রাজার সুখটুকু আমার মনে থাকত। গরুটা তার মালিকের নিজ মাঠে প্রাণ ভরে ঘাস খেতে পারত এর চেয়ে পৃথিবীতে আর কত বড় সুখ আছে !!
জমির যিনি গৃহ কর্তা সকালে তার এক মাত্র গরুটা সবুজ ঘাসের মাঠে রশি দিয়ে বেঁধে দিয়ে আসলেন, সকালের পরে আর কোন খবর নেওয়া হয় নি, যেমনটি নিত্য নেওয়া হয় না। দুপুর গড়িয়ে বিকালে দেখা গেল, বাঁধা জায়গাটায় একটি বৃত্ত হয়ে গেছে। গরুটি একটি বৃত্ত এঁকেছেন, সবুজ ঘাসের মাঠে একটি ষ্পষ্ট বৃত্ত।
গরুটি রশি ছাড়া থাকলে, মুক্ত হয়ে থাকলে সবুজ ঘাসের মাঠে একটি বৃত্ত আঁকা হতো না।
আমাদের জীবনে আমরা অনেকেই একটি বৃত্তের মধ্যের আটকে আছি, অজান্তে আমাদের মধ্যে কতক গুলি জ্যামিতির বিষয় আকা হয়ে যায় যেমন বৃত্ত, ত্রিভূজ,, চতুর্ভূজ রম্বস ইত্যাদি।
আর কোন না কোন ভাবে আমরা অনেকেই কতক গুলি জ্যামিতির বিষয় এঁকে রেখেছি নিজেদের জন্যে। নিজেদের অজান্তে।
আমাদের জীবনে অতি দ্রুত জ্যামিতির কিছু কিছু সূত্র ভঙ্গের প্রয়োজন, জ্যামিতির কিছু কিছু বিষয়গুলিকে ভেঙ্গে সেখান থেকে বেড়িয়ে আসা খুব প্রয়োজন।
তারিখ : আগষ্ট ০২, ২০১২
রেটিং করুনঃ ,