হৃদয় অন্তর মনের গভীরে কি রেখেছো লুকায়ে
কোন তাপে কোন আবেগে গিয়েছে তা শুকায়ে!
স্বচ্ছ সজীবে মোড়ানো মুখে অন্তর কি দেখা যায়!
দাবানলে অরণ্য, সাইক্লোনে সমুদ্র এক রহস্য মমতায়।
মহাকাশের নক্ষত্র পূঞ্জে যে বিশ্ময় তাই দেখি তোমার মুখে –
সকল করুণায়, কোমলায় ধারণ হয়ে আছি তোমার নরম নদীর বুকে।
বড় দুখে, বড় সুখে-
কূল নাই, গভীরতা নাই সব লেনা দেনা যায় মিটে, যায় চুকে!
রেখেছি কি কোন দাবী, করেছি কি কোন ঋণ, কোন ভুল!
কেন এতো কৌতহল ! ভাবনারা কেন কখনও প্রতিকূল এখনও অনুকূল!
উড়ে পড়া ঝরা পাতার মত
অবশেষে বিভ্রান্ত কখনও চেতনায় অবিরত।
কোন উদাস সময়ে, কোন চকিত সময়ে ,কিছুটা বে-খেয়ালে
চেয়ে থেকেছি তোমার অন্তরের অন্তরালে-
তোমার মনের গভীরে সজীব সবুজ ঘাসের বদলে
দেখেছি জ্বলে যাওয়া ঘাসের মাঠ কোন অনু ছলে, কৌশলে।।
তারিখঃ নভেম্বর ১৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,