আমার যতটুকু জানা এটি আমার জ্ঞানের সীমানা, এই সীমানার প্রাচীরটি ভাঙ্গতে পরলেই আমার যাত্রা শুরু হওয়ার কথা জ্ঞানের পথে আর যাত্রা না থামলে এক সময় জ্ঞানের শিখা জ্বালানো ও জ্ঞানের শিখা বিলানোর কথা। তবে জ্ঞানের সীমানার প্রাচীর খুব সহজে ভাঙ্গার কথা নয়, দূর্গম পথ ধরে হাজারো জীবন ঝুঁকি কাঁধে বা ঘাড়ে নিয়ে উচ্চ প্রত্যয়ে মাথা উঁচু বা কখনো নিচু করে এগিয়ে চলা।
অনেক জ্ঞানের কথা লিখে তাড়াতাড়ি জ্ঞানের শিখা বিলানোটা অনেক কঠিন কাজ তবে লেখালেখির চর্চাটা বেশ সহজ, আমরা আজ অনেকেই লিখতে শিখেছি কিন্তু মান সন্মত লেখা লিখে দীর্ঘকাল লেখার গতির ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না আর যারা লেখর গতি বজায় লাখতে পারেন তারাই শেষ পর্যন্ত জয়ি হন। অনেক ভালো জ্ঞানের অধিকারী কিন্তু লেখা-লেখির নেশা ধরে নি তারা ভালো করেন বাগ্মিতায় তাই লেখা-লেখির চেয়ে বাগ্মিতার মাধ্যমে দ্রুত জনপ্রিয় ও জ্ঞানের শিখা বিলানো যায় আবার নিজেকে বাগ্মিতার পথে এগিয়ে নেওয়ার জন্য পেক্ষাপট তৈরী করা অনেক কঠিন বিষয়।
যিনি লেখক তিনি তাঁর ধারণার কথা মেধা প্রকাশের কথা লিখে যান, আর যিনি বাগ্মিতায় পারদর্শী তিনি বক্তৃিতায় জন সমুদ্রে তার কথা বা বাণী মুখের ভাষায় প্রকাশ করে যান আর তা লিপিবদ্ধ করে রাখেন প্রথমে সংবাদ মাধ্যম পড়ে তা জন প্রিয়তা পেলে লেখকরা তার বাণী গুলি লিখে প্রকাশ করেন।
একজন লেখক হোন বা একজন বাগ্মিতায় পারদর্শী হোক – জ্ঞানের ও সাধনার পূজারী ছাড়া বিখ্যাত বা জনপ্রিয় হওয়ার আর কোন বিকল্প পথ আছে বলে মনে হয় না।
যে কথা দিয়ে শুরু করা, নিজের জ্ঞানের সীমানার প্রচীর ভাঙ্গা, – এটি যেমন কঠিন কাজ আর এই কঠিন কাজটি ধারণ করাই হোক লক্ষ্য।
তারিখঃ ২৬ নভেম্বর ২০১৬
রেটিং করুনঃ ,