প্রথম যখন ব্লগ প্রাঙ্গনে লিখতে আসি, মূলত মন্তব্য করার প্রত্যয়ে তখন দেখেছি ব্লগ প্রাঙ্গন বেশ প্রাণ-বন্ত, প্রাণ-খোলা লেখা-লেখিতে এখন ব্লগে কিছুটা ভাটা পড়েছে তবে আবার লেখার জোয়ার আসবে, কি ভাবে তবে বললাম যে, কিছুটা ভাটা পড়েছে ! তা বলেছি একটি প্যারামিটার বা পরিমাপক যন্ত্র ব্যবহার করে, আর যখন যন্ত্রের ব্যবহারে হিসাব তো কিছু কম ভুল হওয়ার কথা।
হঠাৎ দেখি আজ আমি মন্তব্যের শীর্ষে – এর অর্থ আমার প্রিয় ব্লগ প্রাঙ্গনে লেখা-লেখিতে ভাটা পড়েছে, তা না হলে আমার মত মন্দ মানের লেখক মন্তব্যের শীর্ষে যায় কী করে !! এ সব হিসাব নিকাশ পড়ে রইলো – এবার আসি আমার লেখার বিষয়ে।
পৃথিবীর এক একজনের সাথে আর একজনের কোন মিল নেই, কেউ চুপচাপ সময় কাটেতে ভালোবাসে, কেউ আড্ডায়, কেউ সাহিত্যে কেউ বিজ্ঞানে, কেউ সত্য কথায় আবার কেউ মিথ্যা কথায়। কারও সাথে কারো তেমন মিল নেই, আর আমি বেশি করে মনে করি আমার লেখাগুলির সাথে কারো লেখার মিল নেই, আর মিল থাকার কথা নয়, অথবা তা নকল। হয় আমি কারো লেখা নকল করেছি, অথবা আমার লেখা কেউ নকল করেছে, তবে আমার লেখা নকল করার সম্ভবনা ক্ষীণ, সম্ভবনাটা উজ্জ্বল হতো যদি আমি একজন খ্যাতিবান লেখক হতাম, তবে আমার লেখার ধরণ বলে সে যাত্রার আমি পথিক নই।
আমার চাওয়ার মত অন্য জনের চাওয়াও এক নয়, আমি যেমন অবিরত লিখতে চাই না অনেকে তা চায়, পড়ার বেলাও তাই বলা যায়, ভ্রমণে কিম্বা সংসারে এক একজন একেক রকমের, আবার সঞ্চয়ের ক্ষেত্রে আয় ব্যয়ের ক্ষেত্রে এক এক জনের ধ্যান ধারণা ভিন্ন। আমি যা চাই অন্য তা চায় না। চাওয়া পাওয়ার নানা ভিন্নতায় মানুষ সমষ্টি, এবার সহজে বলা যায় পৃথিবী যেমন বৈচিত্রময় ঠিক তেমনি পৃথিবীর মানুষও।
আমি যা চাই অন্য তা চায় না কেন ! এ যেন হাওয়ার সাথে তরবারী দিয়ে যুদ্ধ, শন শন শব্দ থাকতে পারে তবে কোন আঘাত বা রক্ত পাত নেই, আর নেই যখন তখন হাওয়ার সাথে তরবারী চালানো অর্থ হীন। এমন মানুষ পৃথিবীতে থাকার কথা নয় আর যদি থাকে তবে বলতেই হয় কোন মানুষের সাথে কোন মানুষের মিল নেই আর মিল খুঁজাটাও অর্থ হীন। আমরা বা আমি যাকে মনের মানুষ বলি নিশ্চয় তার সাথে তো আমার অনেক মিল ! সত্যি কি তার সাথে আমার মনের মিল আছে, কিছুটা বিরুতি নিয়ে বলা যায়, না; নেই। যেটুকু আছে তা অন্যকে দেখানোর জন্য আর তাই যদি হয় তবে সে তো মনের মিলের মানুষ নয় তবে সে তো হবো সয়ং আমি, কেননা যে আমার মনের সাথে যার মিল তার তো ভিন্ন সত্তা আছে, স্বীকার করি মিল কিছুটা থাকতে পারে তবে সর্ব দিক দিয়ে নয়।
আমাদের চলাচল হবে এই বৈচিত্র ময় পৃথিবীতে সকল মতের সাথে সহযোগী হয়ে কিম্বা স্বাতন্ত্র ভাবে, এক চিন্তায় আসা সে এক কঠিন বিষয় যা পারে গুটি কয়েক মহা-মানব। জাতীয় ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে আমাদের নানা মত থাকলেও আমাদের এক হতেই হয়, এটাই নিয়ম। কথা শেষ করি জোয়ার ভাটা নিয়ে আমাদের লেখা-লেখি হোক জোয়ার ভাটার নিয়মে। মাঠ তো একটাই সে মাঠে আসে কত গানের দল, আর পাল্টিয়েছেও গান-বাদ্যের ধরণও।
লেখার ধরণ, লেখকের ধরণ, পাঠকের ধরণ, পাঠের ধরণ সবই বদলাবে সেই বদলানোর সাথে তাল মিলিয়ে চলতে পারলে আমরা সকল সময়ই থাকব লেখালিখি ও লেখা পাঠের সাথে।
তারিখ: অক্টোবর ১৯, ২০১৬
রেটিং করুনঃ ,