অনেকের জীবন জোড়াতালি দিয়ে তৈরী করা; বাইরে থেকে মনে হয় কত শান্তিময় ও সুখের জীবন, বর্ণিল জীবন ! আবার অনেকটা কৃত্রিম ভাবেও তৈরী করা হয়।
ভিতরটা দেখা হয় না বলে, অনেক গভীরে যাওয়া হয় না বলে সেই সব জীবনকে ভুল দেখা হয়। চলার পথে অনেক ভুল জীবন দেখছি অথচ ধরতে পারছি না নানান কারণে – এটি খুব বিপদ জনক।
প্রকৃত জীবন শুরু হয় জীবনের কঠিন প্রয়োজনীয়তা থেকে। অপ্রয়োজনীয়তা থেকে যে জীবনের সূচনা, যে জীবনের ভিত্তি রচিত হয় জোড়াতালি দিয়ে, কৃত্রিমতা থেকে সেই জীবনের গঠন কাঠামোর গাঁথুনীগুলি ধীরে ধীরে ধ্বংস প্রাপ্ত আবার কখনও হঠাৎ করে ধ্বংস হয়।
ইদানিং মানুষের প্রবণতা জোড়াতালি দিয়ে জীবনের ভিত্তি বুনন করা, কৃত্রিম ভাবে জীবনকে সাজিয়ে নেওয়া।
তারিখ: জুলাই ১৮, ২০২০ [এফ বি]
রেটিং করুনঃ ,