কি দিয়েছিলে এতো দিন ধরে নিভৃতে অজান্তে
কেন অফুরন্ত বাসনা কেবলি তোমায় জানতে!
করেছো কি অসহায় ভাবে বন্দী জর্জরিত ঋণে
তাই কি প্রতি ক্ষণে ক্ষণে তোমার হৃদয় নেই কিনে!
কি যাদু কি মায়ায় ভরা তোমার আঁখিতে
সকল চাওয়া যেন থেকে যায় বাকিতে!
চোখ যেন মায়াবী দুঃখের একটি দীঘি
আটকা পড়ে সেখানে ভেসে আছি কি !
মুখের কারুকাজে দক্ষ শিল্পীর নিঁখুত নক্সা
আটকা পড়ে সেখানে কারা-বন্দীর দশা।
ঢেউ খেলানো মাথার চুল একটি গভীর অরণ্য
আটকা পড়ে সেখানে হৃদয়কে করেছি তন্ন তন্ন।
কি পেয়ে কেবলি আজ মুক্ত আকাশে দিকে চেয়ে থাকা
তোমাকে জানতে ধ্যানি হয়ে কেবলি নানান স্বপ্ন আঁকা।
কত তোমার গভীরতা! কি তোমার রহস্য মায়া জাল!
কোন পথের পথিক তুমি! কোন সুরের কোমল ছন্দ তাল!
অধীক ভাবে তোমাকে জানার অফুরন্ত বাসনায় জীবন রইল বাকিতে।
ঠাঁই দিও মুখের কারুকাজে, অরণ্য চুলে আর মায়াবী দুই আঁখিতে।।
তারিখঃ অক্টোবর ১৭, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,