সব আশা ফুরায়ে দিলে, শুকায়ে দিলে শূণ্য করে সব
আবার পূর্ণ করে দিলে সবই তোমার দানের উৎসব।
তোমার আঁখিতে কি যে মায়ার বাঁধন
সেখানে বাঁধা পড়ে আমার যত সাধন।
নাই মুক্তি নাই যুক্তি তোমার মায়ায় আমি চির বন্দী
তবুও তোমাকে জানতে হয়ে চেয়েছি তোমার প্রতিদ্বন্দ্বি।
কিবা অন্যায় কিবা ষ্পর্দ্ধা তোমাকে জানার বিন্দুতে বিন্দুতে !
তোমাকে জেনে সারা জীবন থেকে যাব মিশে তোমার জীবন যুঁথিতে।
তারিখঃ জুন ১২, ২০১৯ (শ)
কথা গুচ্ছঃ চোখের আড়ালে।
রেটিং করুনঃ ,