শিউলি ফুল বড়ই হই ব্যকুল তুমি নিজেকে ফুটিয়ে
কোন সৌন্দর্য রহস্যে তুমি নিজেকে রাখো গুটিয়ে !
যা পারি নাই জানতে ভোরের আলো ফুটার বেলায়
তুমি ঝরে পড়ে প্রকৃতি সাজাও তোমার ভোরের খেলায়।
তোমার গাছে শোভা না বাড়িয়ে সাথে সাথে পড়ে ঝরে
আমি জাগার আগে আমার হৃদয় সাজাও শুভ্র চাদরে
ভোরের আলোর সাথে কী তোমার কথা কি আকুলতা
নিজেকে ফুটিয়ে নিজেকে ঝরিয়ে রেখে যাও কোন নিঃরবতা !
ভোরে যখন আলো ঝলমল শিশির বিন্দু টলটল তখন নিজেকে করেছো দান
কি মহতি তুমি প্রাণ স্ব-যতনে আঁচলে তুলে দিয়েছি তোমার সন্মানের পরিমান!
সকালের প্রথম ভালোবাসা নিবেদনে তুমি যে পবিত্র নিবেদন
মনে মিলে শান্তির খনি মালা যখন তোমাকে দেখার ক্ষণ।
ফোটার বেলায় নিজে ঝরে পড়ে সৌন্দর্য দানে কি সুখ তুমি পাও
নিজের জন্য কিছু না রেখে তুমি কি ভালোবাসা নিবেদনে সৌন্দর্য বিলাও !
ফুল ফোটার বেলায় তোমার সজীব একটু দেখা পেতে কত যে ব্যকুলতা !
যে মালা গাঁথাও তুমি বালিকার হাতে সে কি তোমার গভীর নিঃরবতা!
কোন কি দুঃখের প্রকাশ নাকি বেদন মাখা কষ্টের কোন অতীত ইতিহাস
খানিকটা প্রকাশ করে যেও যদিও বা তা হয় আকারে বিশাল আকাশ।
তবুও যে পেতে চাই তোমার ছোঁয়া ভোরের আলোর সাথে মিতালী করে
হোক দেখা, পূর্ণ হোক প্রাণের বাসনা, তুমি থাকিও আরও একটু ভোরে।
প্রকৃতির মাঝে নিজেকে না বিলিয়ে তোমার সৌন্দর্য পেতে চাই শুধু একান্তে
আবেগ মাখা তোমার ছোঁয়া পেতে চাই প্রতি ক্ষণে জীবন মরণ সীমান্তে।
আবেগ মাখা তোমার ছোঁয়া পেতে চাই প্রতি ক্ষণে জীবন মরণ সীমান্তে।
তারিখঃ আগষ্ট ১০, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,