যে করেছে আমাকে নিদ্রাহারা
নিঃশব্দে মিলে তার নিত্য সাড়া।
যে জাগিয়ে রাখে যন্ত্রনায় রাতের পর রাত –
জানি না এ কোন অভিশাপের বাজিমাত।
নানান রঙের বাসনা কি নিদ্রাহারার কারণ !
কেন বা মনে কষ্ট ধারণ!
জানাই নি কখনো জীবন ব্যাকরণ।
জানা নেই কেন নিজে নিদ্রাহারা!
পাহাড় কেন ধারণ করে ঝর্ণা ধারা !
নীল আকাশে কেন একা চিলের উড়ে চলা !
না বলা কথাটি কিশোরীর কি হয়েছে বলা !
বনের মাঝে সাপের চলাচল কেন এতো ভয়ংকর !
নিদ্রাহারা করে অধিক রাতে কেন সে করে আমার ‘পরে ভর !
কিছুই হয়নি জানা শুধু জানি –
আছে সে অন্তর জুড়ে এটাই সত্য বাণী।।
তারিখঃ ২৫ নভেম্বর ২০১৬
রেটিং করুনঃ ,