কোন ভাবনায়, কোন উদাসী হাওয়ায়!
বেড়াও ঘুরে, কোন খয়ালে কোন আশায়!
কোন মনে তোমার বাসা বাঁধা, তুমি কোন ঘরের
কোন ঘরে আলোকিত তুমি কোন বাসনা বরের!
জীবন পাত্র কখনও শুকায়ে যায়, শুষ্কতায় ভরে
যাতনা দহন অচমকা সব জীবনকে ঘিরে ধরে।।
দুঃখ আসে সুখ আসে বার বার জীবনে ঘুরে ঘুরে
বিষন্নতা আসে প্রফুল্লতা আসে নানান সুরে সুরে।
থাকো যদি ধীর, স্থির, শান্ত কঠিন অবস্থানে
জানিবে জয় তোমার আলোকিত সত্য প্রাণে।
তারিখঃ সেপ্টম্বর ০৭, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,