তোমাকে দেখার কোন ফাঁকে, কোন বাঁকে আড়ালে যা থাকে
দেখা হয় না, জানা হয় না শূণ্য মন তবুও বাসনার ছবি আঁকে
তোমাকে দেখার জানার আকাঙ্ক্ষা বোধ এতোই যে তীব্র
এ কারণেরই জগত এতো অশান্ত, জাগে বিদ্রোহীর মনে বিদ্রোহ।
যদি কোন মন্ত্র পাঠে, ছাত্রনং অধ্যয়নং তপঃ, মায়া পানি পানে
সব মেনে সদা প্রস্তুত তোমার অন্তর দুয়ার প্রবেশ সন্ধানে
মুক্তা ছড়ানোর ক্ষণটি দেখি শুভ্র দাঁতের কোণে
ঘনো চুলের মাঝে দেখি বৃক্ষরা গভীর অরণ্য বোনে।
হাসি রাশি রাশি মুখ পূর্ণিমার আলোতে মাখানো ঠিক চাঁদটি
চারিদিকে আলো আলোত ভেঙ্গে পড়া হাসির বাঁধটি
চোখ দুটি ঠিক জড়ো করেছে জগতের যত ঘনো মায়াবী
আমার আকুলতা তেমন মায়ের কাছে শিশুর যেমন দাবি।
জেনেছি শিউলি ঝরার আড়ালের কথা, নদীতে স্রোতের চলাচল
ঝর্ণা ধারার মর্ম কথা, আঁধার খনির হীরক খন্ড কেন অধিক উজ্বল!
সু-উচ্চে ঈগলের উড়ে চলা, নবীন সংসারে অধিক জড়ানো মায়া
জেনেছি রোদ তাপে পুড়ে সারি সারি বৃক্ষ কেন দেয় সু-শিতর ছায়া।
জানার বাকি তোমাকে ধুঁক ধুঁক হৃদ পিন্ডে কেবলি নিদ্রাহারা
একটু সঙ্গ দিও, এক হোক কেবলি তোমার আমার জীবন ধারা।।
তারিখঃ অক্টোবর ১০, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,