অনুরাগীদের সঙ্গে সিদ্ধার্থ শুক্লর রসায়নের কথা কারও অজানা নয়। ইনস্টাগ্রাম, টুইটারে তাঁদের নানা প্রশ্নের উত্তর দিতেন প্রয়াত অভিনেতা। কখনও কখনও আবার খুনসুটিও করতেন অনুরাগীদের সঙ্গে। সিদ্ধার্থের মৃত্যুর পর ভেঙে পড়েছেন তাঁরা। নিজেদের মতো করে প্রিয় অভিনেতার স্মৃতিচারণে ব্যস্ত অনেকে। সিদ্ধার্থকে মনে করতে গিয়েই নেটমাধ্যমে নতুন করে ভেসে উঠল তাঁর পুরনো এক ভিডিয়ো।
সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক অনুরাগীর অসুস্থ বোনের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রয়াত অভিনেতা। এক গাল হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, ‘আমি আশা করি তোমার বোন ভাল আছে। আমার ভালবাসা এবং প্রার্থনা তার সঙ্গে আছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।’ এর পর অনুরাগীর উদ্দেশে সিদ্ধার্থ বলেছিলেন, ‘জীবন অনেক লম্বা। আবার দেখা হবে। নিজের খেয়াল রেখো।’ অভিনেতার এই কথাই বর্তমানে তাঁর অনুরাগীদের দুঃখ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সিদ্ধার্থ যে পৃথিবীতে নেই, এখনও সে কথা মেনে নিতে পারছেন না তাঁরা।
গত বৃহস্পতিবার রাতে সিদ্ধার্থের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক ভাবে তাঁর মৃত্যুর পিছনে কোনও অস্বাভাবিক কারণ খুঁজে পাননি চিকিৎসকরা। সিদ্ধার্থের পরিবারও একই কথা বলেছে। জানা যাচ্ছে, শুক্রবার বেলা ১২টা নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
সেপ্টম্বর ০২, ২০২১ তারিখে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে মৃত্যু হয়েছে অভিনেতা সিদ্ধার্থ শুক্লের। মৃত্যুর কারণ জেনে হতবাক গোটা দেশ। অনেকেই জানেন, যথেষ্ট শরীরচর্চা করতেন বিগ বস জয়ী সিদ্ধার্থ। স্বাস্থ্য সচেতন ছিলেন। তবে এই বয়সে এমন ঘটনা কী ভাবে ঘটল?
আসলে সিদ্ধার্থের মৃত্যু একটি কঠিন সত্য সামনে এনেছে। হৃদ্রোগের কোনও বয়স হয় না। এ দেশের নানা প্রান্তে কম বয়সে অনেকেই আক্রান্ত হচ্ছেন হৃদ্রোগে। মৃত্যুও ঘটছে। কিন্তু সচেতনতা ছড়াচ্ছে না। তাই এখনও এমন একটি ঘটনায় অবাক হচ্ছেন অনেকে।
বছর কয়েক আগেও হৃদ্রোগে আক্রান্ত হওয়া ছিল বার্ধক্যের সমস্যা। জীবনযাত্রায় দ্রুত বদল হৃদ্রোগের আশঙ্কা বাড়িয়েছে কম বয়সিদের মধ্যেও। অধিকাংশ ক্ষেত্রে জীবনযাত্রায় অনিয়ম এবং শরীরচর্চার অভাব কম বয়সে এমন সঙ্কট ডেকে আনছে। সিদ্ধার্থের অবশ্য শরীরচর্চায় মন ছিল যথেষ্টই। চিকিৎসকদের একাংশ বলছেন, অতিরিক্ত ব্যায়ামই অসময়ে মৃত্যু ডেকে আনল। তবে প্রয়োজনের চেয়ে বেশি শরীরচর্চাও যে আসলে অনিয়মের লক্ষণ। তার থেকেও মানসিক চাপ তৈরি হয়। যার প্রভাব পড়ে শরীরের উপর।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা।
তারিখঃ সেপ্টম্বর ০৩, ২০২১
রেটিং করুনঃ ,