ব্যস্ততা কেড়ে নেয় অনেক কিছু,
ফেলে আসা অনেক গুলি বছরকে মনে হয়েছে
কাগজের আধা পৃষ্টায় শুধু অর্ধেকটি লাইন লিখা।
এখন মোটেই মনে হয় না ভালো লাগা
বা ভালোবাসা খুব সংক্ষিপ্ত একটি পথ।
ভালোবাসার মূহুর্তগুলি খুব দ্রুত ফুরিয়ে যায়,
কিন্তু একটি মহা-কাব্যের
লাইনে লাইনে সব লেখা থাকে নিজ ভঙ্গিমায়।
যেমন তোমার কিশোরী বয়সের হঠাৎ লাজুক মুখ
ধীরে ধীরে হাঁটা, ফুল তোলার ক্ষণ,
দেয়ালের উপরে, ছাদে হাঁটা হাঁটি দলবল নিয়ে,
পেয়ারা গাছে হেলান দিয়ে শুয়ে থাকা।
একা, খুব একা জালনায় দাড়িয়ে প্রিয় শিউলী গাছ দেখা,
সন্ধ্যার আকাশে প্রথম তারাটা দেখা।
এ সবই মহা-কাব্যের
লাইনে লাইনে সব লিখা।
তোমার সেই কিশোরী বয়সে ছল করে লাজুক মুখে
আবারও কি তোমার কখনও হবে ফেরা !
ফুল তুলে তোমার ঘন চুলে এঁটে দেওয়া !
আবারও কি হবে স্বপ্ন বোনা !!
প্রিয় মূহুর্তগুলি খুব দ্রুত ফুরিয়ে গেল
শুধু রইলো স্মৃতি ঘর জীবন্ত ফ্রেমে বাঁধা।
তারিখ: জানুয়ারী ০৪, ২০১৮ (স)
রেটিং করুনঃ ,