বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আজ চারদিকে কোনো ন্যায় নেই। কোনো সত্য নেই। দেশের শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমানকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে, নানাভাবে কটূক্তি করা হচ্ছে। বলা হচ্ছে- তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিনা, তার কোনো প্রমাণ নেই। যারা সত্যিকার মুক্তিযুদ্ধে অংগ্রহণ করেননি, পাকিস্তানের সামরিক বাহিনীর তত্ত্বাবধায়নে ছিলেন, তারাই এখন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যঙ্গ করছেন।
রিজভী বলেন, আজ চারদিকে ভয় ও অন্ধকারের মধ্যে আমাদের জাগিয়ে তোলে কাজী নজরুল ইসলামের লেখনী। তার লেখনী জাতিকে সব শিকল ভেঙে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেয়। তার কবিতা থেকেই বলতে চাই, ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে।’ আমরা নতুন করে সৃষ্টি করব।
এ সময় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. ওবায়দুর রহমান, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: সমকাল।
তারিখ: আগষ্ট ২৭, ২০২১
রেটিং করুনঃ ,