করুণ দুঃখ মায়ায় যদি মিশে যেতে হয়
এভাবেই যদি পাই শুদ্ধ আত্মার পরিচয়!
তাই যেন পাই এই বাসনাটুকু রাখি বুকে গেঁথে
বড় আশায় দৃঢ় প্রত্যয়ে হৃদয়ে নিয়েছি বেঁধে।
মিশে যাব নিত্য কর্মে, হৃদয় নদীর গভীরে
যত গন্জনা, অপমান কলঙ্কের শত ভীড়ে।
দূরে থাকা এ যেন এক বিষমাখা তীরে বিদ্ধ
অনলে দহনে পুড়ে যাওয়া যেন তাপে সিদ্ধ
খুব কাছে খুব পাশে, থেকে খুব কাছাকাছি
এ পৃথিবীতে সুখে দুঃখে যতদিন থাকি বাঁচি।
জীবনের শেষ সময়টিতে জানা যেন হয় অধিক
উদার মক্ত মনে দৃঢ় প্রতাজ্ঞায় সদা নির্ভিক।।
তারিখঃ মার্চ ২৫, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,