আমি থাকতে চেয়েছি তোমার জমানো দুখের ভিতর
বাঁধতে চেয়েছি অনন্ত কাল বাসের প্রিয় একটি ঘর।
শান্ত শান্তি নিবিড় সুখ তোমার জমানো দুখের পরশে
জানি নাই কি অমৃত্য সুধায় মিশানো তোমার জীবন রসে।
মুগ্ধ হয়ে দেখেছি তোমার জমানো দুখে বিশ্ময়কর সৌন্দর্য ঢালা
জীবনের সব বাসনার সন্ধান মিলেছে পূর্ণ প্রাপ্তির অফুরন্ত মালা।
সু- স্পষ্ট বেশ পরিশুদ্ধ যে তোমার দুখের ক্ষুদ্র ক্ষুদ্র কণা
আমার তাই অন্তর মন রচিতে বসেছে তোমার অমর দুখ রচনা।
বহু ধ্যানে বহু জ্ঞানে জীবনের বহু পরিক্রমায় শ্রেষ্ট অর্জনে
তোমার সু উচ্চ আসন রচিত সকল সময়ে আমার অন্তর মনে।
অবশেষে জীবনের পূর্ণতা এসেছে তোমার জমানো দুখের মাঝে
কেবলি শুনতে পাই পূণ্য বাণী এক শুদ্ধ ধারায় আলোকিত সাঝে।।
তারিখঃ মে ১৪, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,