গ্রাম বা মহল্লার সালিশ রায়ের বিরুদ্ধে
সমাজ যাদের বুঝাতে ব্যর্থ,
তারা এক যুগল প্রেমিক-প্রেমিকা
নিয়ম, শাস্তী না মানার যাত্রী।
ঠিক অনেকটা তেমন
আজ-কালকার কবিতার ধরণও
চিল কি ছুঁয়েছে আকাশ
নাকি আকাশ ছুঁয়েছে চিল !
নিয়ম না মানার যাত্রী সেজে,
কখনও কখনও কবিতা লিখি
পাঠকের মন কি ছুঁয়েছে আমার কবিতা !
নাকি আমি ছুঁয়েছি প্রিয় পাঠকের মন !
তা জীবন দশায় হবে না জানা।
তবুও লিখে যাই কবিতা
নিয়ম না মানার যাত্রী বেশে,
যদি কোন পাঠকের মন যায় ছুঁয়ে
আমার কবিতার লেখায়, শব্দে বা লাইনে !
ভেসে যদি আসে কারও কন্ঠে কভু-
“আহা শত জনমের শ্রেষ্ট কথামালা”
বসে আছি সেই আশায় –
প্রিয় পাঠকের কন্ঠে,
যদি কখনও শুনতে পাই।
“আহা শত জনমের শ্রেষ্ট কথামালা”
তারিখ: অক্টোবর ১৩, ২০১৩
রেটিং করুনঃ ,