জনপ্রিয়তা অনেকেই চায়, এটিকে অনেকে মানুষের ভালোবাসার পাত্র বা অনেকের একজন প্রিয় হওয়ার মাধ্যম হিসাবে দেখতে চায়। চেষ্টা চলে জনপ্রিয়তার কত দ্রুততম সময়ে জনপ্রিয় হয়ে উঠবে তা নিয়ে !
নিজেদের প্রতি বেশি যত্নশীল হওয়ার কারণে আমারা নিজের খুব কাছাকাছি চলে আসছি ক্রমাগত। নিজ থেকে মানুষ যত দূরে যায় সে তত সন্মানীয় ও জনপ্রিয় হয়।
সন্মান পাওয়া থেকে মানুষের জনপ্রিয় হওয়ার দিকে ঝোক বেশি, খুব সহজে ও দ্রুততম সময়ে কে কত জনপ্রিয় হয়ে উঠবে! তাই মানুষ ক্রমাগত নিজের খুব কাছে চলে আসছে। মনের অজান্তে সীমাবদ্ধতার কাছে বন্দীত্ব বরণ করছে। এখন খারাপ কথারও সমালোচনা হয় না বললেই চলে সীমাবদ্ধতার কাছে বন্দীত্ব বরণের কারণে। এটাও একটি কারণ সহজ উপায়ে জনপ্রিয় হওয়া, যারা সীমাবদ্ধতার কাছে বন্দীত্ব বরণ করে তাদের ক্ষণিক ক্ষণের জন্য উত্তেজক মূলক জনপ্রিয় হওয়া কোন বিষয় না তবে তারা তর তর করে উপরে উঠে ধপাস করে নিচে পড়ে যায়।
অনেকেই নিজ থেকে, নিজ গন্ডি থেকে কাছে ও বহু দূরের মানুষকে আপন করে নিতে পারে বলে, বড় নেত্রীত্ব দিয়ে বড় বড় সংকট মোকাবেলা করে নিজ অঞ্চল নিজ দেশ ও বিশ্বটাকে বড় সুন্দর, সন্মানীয় করে তুলে সেই সাথে নিজেও বড় জনপ্রিয় হয়। যদিও মানুষের অধিকার আদায়ের মধ্যে লড়াই তারপরও স্বার্থগুলিকে দূরে সরিয়ে দিয়ে নিঃস্বার্থকে মনে ধারণ করতে পারে বলে তারা একদিন বড় জনপ্রিয় হয়ে উঠে
প্রকৃত জনপ্রিয় হওয়ার পথটি বড় চিকন, ঝুঁকির একটি পথ যেন চিকন তারের উপর দিয়ে হেঁটে চলা যে কোন সময়ে পড়ে যাওয়ার সম্ভবনা, যেখান থেকে আর ফিরে আসা হয় না। হিবার কষে কষে এগিয়ে চলা, তারপারও কোন ভয় ভীতি তাকে আটকিয়ে রাখতে পারে না।
তাদের চিন্তা চেতনা বিরত্ব সবই তাদেরকে ইতিহাসের পাতায় স্থান দেয় আর শতাব্দীর পর শতাব্দী তাঁরা ইতিহাসের পাতা দখর করে রাখে।
মধ্য মানের যারা জনপ্রিয় তাদের যথেষ্ট ধকল ও বিভ্রান্তিতে থাকতে হয়, নিজের কাছে পরিষ্কার হতে পারে না যে আসলে তারা কোন ধরণের জনপ্রিয় !
জনপ্রিয়তার পিছনে ছুটতে গিয়ে না থাকে তাদের সংসার, না থাকে আপন ঘর, রাস্তা ঘাটকে আপন করে নিয়ে চলতে হয়, নানান ঝামেলায় পড়ে ঘন ঘন জেলখানাতেও কাটে বেশ সময় কিন্তু জনপ্রিয়তার ঘোর কাটে না মন ও চেতনা থেকে।
খুব সংক্ষেপে বলতে গেলে-
অল্প জনপ্রিয়তাতে নানান ধকল
বেশি জনপ্রিয়তাতে ইতিহাস দখল;
মধ্যম জনপ্রিয়তাতে জুটে মাঠ, কখনও ঘর কাট-সাট।।
তারিখ: জুন ২৩, ২০১৮
রেটিং করুনঃ ,