শৈশব বা ছোটবেলার স্মৃতি পাত্রে অনেক কিছু থাকলেও সেগুলিকে অভিজ্ঞতায় লাগানো হয় নি। এখনও যদি ছোটবেলার স্মৃতি পাত্রে থাকা জীবনের অভিজ্ঞতা ও চিন্তাধারা গুলি নতুন রঙে সাজিয়ে একের পর এক লিখতে থাকি তখন লেখার ভান্ডার সমৃদ্ধ শালী হওয়ার কথা। স্মৃতি পাত্রে যা ছিল তা যদি তিক্ততায় ভরা, বিষাক্ত হয়, এতটাই মানুষ দ্বারা দূষিত যে প্রকাশে সংকোচ বধ হয়ে তবে সে লেখার ভান্ডার তত সমৃদ্ধ হওয়ার কথা।
মানুষ দ্বারা দূষিত অভিজ্ঞা লিখে তা প্রকাশ করা খুব ভয়ংকর যদিও তার মূল্যমান বড় হওয়ার কথা, ছোটবেলার স্মৃতি পাত্রে জমে থাকা চিন্তাধারা গুলি থেকে যে লেখা তা বড় উজ্জ্বল হয় কিন্তু শুরু করাটা বেশ কঠিন হলেও লেখার ইচ্ছায় দৃঢ়তা থাকলে এক সময় লেখা শুরু হয়েই যায়।
তারিখ: জুন ১১, ২০১৮
রেটিং করুনঃ ,