অবশেষে ছায়া হলে তুমি তোমার
তাই ছায়াকে দেখি, অন্য দিকে ঝকঝকে আলো
অধিক আলোতে তোমার যে ছায়া
মিশে যেতে খুব ইচ্ছে হয়, এটাও একটা
ছোট্ট বেলা বা বুড়া বেলার আশা বৃক্ষ। যেখানে আশা নিয়ে
বেঁচে থাকার বাসনা।
যে আশা বৃক্ষে নতুন পাতায় পাতায় ডালে ডালে একাকার।
বন্দী থাকি বৃক্ষের গহীন কোঠরে, সমাজ চক্ষুর আড়ালে। অথবা-
ঘনো আঁধার চেয়েছি যেখানে তোমাকে আর দেখব না ছায়া রূপে
মিশে যাবো বন্ধনহীন অভিন্ন হয়ে বয়ে চলা একটি নদীর মত
গভীর অরণ্য মাঝে যেখানে ভয় থাকে জাগ্রত।
এক ঝাঁক পায়রার মত অসীম আকাশে বসবাসের আশায়।
ছায়াহীন হয়ে তুমি মিশে থাকো আমার দেহে। অথবা-
তোমার দেহে আমি অনন্ত জনমে।।
তারিখঃ জুলাই ২৫, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,