বাঁধনে আমার কখনই তুমি পড় নাই ধরা
অপার সম্ভারে তুমি ভরা, অপরূপে গড়া।
দূর থেকে তোমার শুধু পানে চেয়ে থাকা
এ যেন আমার নিত্য কর্ম, কল্পনা আঁকা।
কেমন করে আমার ভাবনা ঘরে লুকিয়ে তুমি
কাটিয়ে যাও রাত-দিন নিরপায় হয়ে ভাবি কেবলি !
এ কোন কারাগারে আমি ! এ কেমন সজ্জা সাজে
এ কোন দহন, রক্ত-ক্ষরণ! অবিরত হৃদয় মাঝে।।
কি যে সব ভ্রান্তি মাখা ! কি যে মায়া !
বুঝি শুধু, আমায় ঢেকে রেখেছে তোমার ছায়া।।
তারিখ : ৮ মে, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,