চৈত্রের মত তুমি।
চৈত্র মাসের এই শেষ দিনগুলিতে
তুমি হঠাৎ মেঘ, হঠাৎ দমকা বাতাস
বৃষ্টি কিম্বা বজ্রপাত, সুন্দরী সাজে নারী আকাশ।
এমনি চৈত্রের কোন ঘন কালো রাতে
তোমাকে বুঝি দেখেছি এক ঝলক
বজ্রপাতের হঠাৎ আলোতে।
কাল কি হবে দেখা, শেষ চৈত্র দিনে !
দিনের আলোতে কিম্বা বজ্রপাতের আলোতে !
কিম্বা ধর বিচিত্র মেঘে, রৌদ্র-ছায়া মাখায়, হঠাৎ আঁধার কালোতে !
সত্যই চৈত্রের মত আজ তুমি
দেখা হবে হঠাৎ কখনও, কোথাও না কোথাও
মেঘ, বৃষ্টি হয়ে কখনো রৌদ্র-ছায়ায় , দেখা হবে-
যদি বা মেঘের পালে উড়ে উড়ে যাও।
দেখা হবে হঠাৎ কখনো, কোথাও না কোথাও।।
রেটিং করুনঃ ,