তুমি নাই যদি হও প্রাণের প্রিয়া, অফিস কলিগ হইও তবে
চোখে চোখ রেখো, মুখে হাসি করিডোরে যখন অচমকা দেখা হবে।
কখনও সৌজন্য কথা ‘কেমন আছেন কেমন চলছে জব !’
একটু আন্তরিক কথা সাংসারিক, কুশল বিনিময় এই সব।
কখনও খোলা চুলে, বাঁধা খোপায়, রঙিন কামিজ ওড়নায়
তোমার বাহারি সাজে আমার শুষ্ক মন সাজবে প্রফুল্লতায়।
কাজের ফাঁকে চলার মাঝে বুঝে নিব কেমন কাটে তোমার দিন !
সে বুঝাটা হবে জানি যেমন আষাঢ় শ্রাবণ মাস বৃষ্টি বিহিন।
যত দেই সান্ত্বনা বানী নিজেকে, কাছে না আসিলে যে –
পিপাসা তৃষ্ণায় প্রাণ যায় প্রায়, প্রাত্র ভরা পানি সম্মুখে।
তবুও অফিস কলিগ হয়ে থাকিলে চোখ দেখিবে প্রাণ ভরে
দূর থেকে হোক, কাছে থেকে হোক, একই ফ্লোরের ‘পরে।
জেনে যাব তুমি আছো, আছি আমি বড় পাওয়া এইটুকুই
একবার না দেখায় তীব্র দহন, হৃদে ফুটে যেন সুচাগ্র সুঁই।
চির দিনের অফিস কলিগ, বাসনা আমার- চির দিন দেখার।
বাসনাটুকু শুধু পূর্ণ করো- না হওয়া প্রাণের প্রিয়া আমার।।
তারিখ: মে ১৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,