শেষের বেলায় নিজ বাগানে হাঁটতে এসে
সদ্য ফোটা একটি ফুলের গন্ধ পেলাম
হারিয়েছে যে ফুলটি বহু আগে-
সেই ফুলের গন্ধটি পেলাম।
অবাক হয়ে ভেবেই গেলাম
সেই ফুলের গন্ধ আজো কেমনে পেলাম !
তবে কি সে, বিদায় নিয়েও অপেক্ষাতে
তার কেটেছে যুগান্তর !
ফুলটি হয়ে সে, দেখা না দিয়ে
কোন গন্ধ আজ আমায় মাখিয়ে দিল!
ভাবনার ভুবনে এতোই সে কি প্রখর !
তবে ফুলের ঘ্রাণ আর প্রেমের ঘ্রাণের মাঝে
কি বা তার রইলো ফাঁরাক !
তাই তো যত অকারণে
ভেবে ভেবে হলাম শুধুই চির অবাক!
তারিখঃ ১০ নভেম্বর ২০১৬
রেটিং করুনঃ ,