প্রিয় বাগানের শিউলি ফুল তুমি, শিউলি সুগন্ধী
সেই সুগন্ধীতে তোমার হৃদয়ে আমি দৃঢ়তায় বন্দী।
বাগানে যত মৌরা উড়ে ফুলের পানে গুন গুন মধুর সুরে
আমিও তেমন করে উড়ে বেড়াই তোমার হৃদয় আঙ্গিনাপুরে।।
কিসের এতো আর্কষণ! কিসের মায়া! কেন এতো তীব্র টান
তোমার হৃদয় ছোঁয়ার আশায় ব্যকুল কেন আমার প্রাণ !
কেন খানিকটুকু ছোঁয়া দিয়ে – কেন দিলে না হৃদয়ে পূর্ণতা
সারা হই নিজে সারা হৃদয়ে জুড়ে শুধু কেন এতো তীব্র শূণ্যতা।
কত যুগ পৃথিবীর পরে হেঁটে হেঁটে পাড়ি দিয়ে ক্লান্ত হলে
একটুকু মিলবে ঠাঁই তোমার স্বচ্ছ উজ্বল আলোক মাখা হৃদয় তলে।
ততদিন আমি পৃথিবীর পরে হেঁটে হেঁটে থাকব চেয়ে তোমার পানে
যেখানেই তুমি থাকো খুঁজে নিবো ঠিক আমি তোমার সুগন্ধী ঘ্রাণে।
যে বাগানের শিউলি ফুল তুমি, সেই বাগানের তুমি শুভ্রতার প্রভা
শিউলি তাই, ক্ষুদ্র চাওয়া – আঁধার মুছে হৃদয়ে দিও উজ্জল দিবা।
যুগান্তরের শিউলি ফুল, বহুকালের চেনা, সকল দানে তুমি আমার দেনা
বহু যুগ হতে, বহু মূল্যে, তোমার হৃদয়ে হয়েছে আমার হৃদয় দিয়ে কেনা।
পেয়েছি সবেই- বাসনা কিছু নাই, পূর্ণতার কিছু নাই শুধু ভয় ফুরাবার, হারাবার;
শিউলি বলে তুমি শিউলি ফুল বলে, পেয়েছি তোমাকে ডাকার একক অধিকার।
জীবন মরণ সন্ধী ক্ষণে – তোমাকে দেখার তোমার সু গন্ধী ঘ্রাণটুকু পাওয়ার –
পেয়েছি অধিকার -পূর্ণ আমি ধন্য আমি, তুমি যে চিরদিনের শিউলি ফুল আমার।।
তারিখঃ আগষ্ট ২২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,