কত নতুন কথা কত পরাতন কথা!
জমানো সবে, প্রকাশের যত আকুলতা,
ফুটি ফুটি করে সকালের ফুলের যে কলি
প্রকাশের অপেক্ষায় কত কথা যায় যে বলি,
নানান কথার সু-নিপুন বুনন প্রতিজ্ঞা আঁকা
আমারও তেমন তোমার কথার অপেক্ষায় থাকা।
এই বুঝি তোমার হলো নীরবতা ভঙ্গ
বহু অপেক্ষার মাঝে একটু খানি সঙ্গ,
মিলে গেল বুঝি যা রচিত বহু বাসনায়
কেবলি তাই তোমায় দেখার অপেক্ষায়,
অবশেষে যখন হলো দেখা নানান ছলে
নিজেই হারাই অজান্তে গভীর অতলে।
তোমার বসে থাকা কালো দীঘি চোখ নিয়ে
দেখেছো কি দেখো নি তোমার চোখ দিয়ে।
আমি দেখেছি তুমি ফুটি ফুটি করে ফুলের কলির মত
চিরদিনের যে তুমি তোমাকে দেখি কেবলি অবিরত।।
তারিখঃ আগষ্ট ১৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,