কত পাহাড় দেখেছি, কত অরণ্য কত বছর যুগ ধরে !
দেখেছি সমুদ্র, দেখেছি এ জীবনে কত নারী !
সবে ছিল যেন অবেলায় দেখা আবছা আলেতে,
শুধু তুমি ছাড়া। উজ্বল মনে একান্তে দেখা।
দিনে দিনে তোমাকে দেখি নব নব রূপে,
পুরাতন জীর্ণতা থাকে তোমা থেকে দূরে।
তোমাকে দেখি
নানান মাধুরী রঙে মাখানো নরম শিশুর মত
তুলতুলে অনাবিল, আলোকচ্ছটা বিলায়েছো অবিরত,
মানবতা ধারণে যেন মাদার তেরেজা তুমি।
হীরক খচিত অলংকারাদী সারা দেহ জুড়ে,
বরণে সমুদ্রে প্রথম রবির ছোঁয়া নরম কিরণ।
গ্রীক পুরাণের প্রেম ও সৌন্দর্যের দেবী ভেনাস কি তুমি !
তবে আমাকে পূর্ণতা দিতে জানা
একজনই তুমি !
কি করে তবে জানলে !
হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা আনলে !
তাই –
তোমাকে দেখা সে কি কোন জনমে ফুরাবার !
অফুরন্ত সৌন্দর্যে ভান্ডারে গড়া তুমি! দেবী আশির্বাদে।
সেই তো তুমি, চিরদিনের চির ক্ষণের আমার হৃদয়ে তুমি
জেনেছি আমি, জেনেছে জগৎ তাই দিয়েছি হৃদয় দ্বার খুলে
তোমার সকল জয়ে।
তারিখঃ জুলাই ১৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,