চলমান জীবন যে ভাবে চলুক না কেন চাই বৈচিত্রতা ! জুলাই, ২০২২
পৃথিবী সহজে স্বাভাবিক ধারায় ফিরছে না, সকলের জন্য অপেক্ষমান টিকে থাকার প্রবল প্রতিযোগিতা, পা পিছলে পড়ে যাওয়া অর্থ চিরতরে নিচে পড়ে যাওয়া, স্বাভাবিক ধারায় ফিরে আসা আর সম্ভব না। থিকি খিকি করোনার ক্রম-বৃদ্ধি, ইউক্রেন রাশিয়া যুদ্ধে সারা বিশ্ব অর্থনৈতিক দিক দিয়ে টালমাটাল। নিত্য পণ্যের লাগামহীন উর্ধ্ব-গতি, মানুষের ক্রয়-ক্ষমতা কমে যাওয়া, চাকুরিচুত হওয়ার বা ভীতি বিশেষ করে দেশে পোষাক শিল্পের করুণ ভবিষৎ।
অধিক পরিশ্রম ও কর্মের কোন বিকল্প নেই, সেই সাথে কৌশলগত দৃঢ় বক্তা যেখানে নিজের যুক্তি গ্রহন যোগ্য ও যোগ্যতার স্বাক্ষর রাখে।
নানান অনিশ্চয়তা থাকবে এর মধ্যে যুদ্ধ করে অন্তত নিজেকে টিকে রাখতে হবে; জড়িয়ে পড়তে হবে পরিবর্তনের জীবনে। নিতে হবে সকল বিষয় সহজে মেনে; খুব স্বাভাবিক ভাবে। অথবা পরাজয় নিশ্চিত।
> পরিস্থিতি মোকাবেলার জন্য খুব বেশি প্রয়োজন পড়াশুনা, পেশাগত জ্ঞানার্জন, ব্যবহারিক জ্ঞান।
> মেধা বিকাশের জন্যে প্রফুল্ল থাকা, চিন্তা মুত্ত থাকা, সকলের সাথে যোগাযোগ বাড়ানো আর কোন হিসাব করলে মনের শক্তি বাড়ে সেই পথ ধরে এগিয়ে চলা। ইতিবাচক দিকগুলিকে প্রধান্য দেওয়া, নেতিবাচক দিকগুলি এতোদিন শুধু ক্ষতি করেছে ইচ্ছা মত, শেষে নেতিবাচকের কাছে নিজের হচ্ছে পরাজয়। এগিয়ে যেতে পারি শুধু মাত্র ইতিবাচক পথ ধরে।
> নুতন পথে যাত্রা, ভ্রমণের চেষ্টা যদিও ভ্রমণ থেমে গেছে জীবন থেকে আবারও তা শুরু করা নেতি-বাচক দিকগুলি পরিহার করা। যারাই সাফল্যের পথে তারাই ইতিবাচকের পথে। জীবনে কোন কিছুই যেন থেমে থাকার নয়। ইতিবাচক মন্ত্র দিয়ে যাত্রা শুরু করলেই সাফল্য আসবেই।।
তারিখঃ জুলাই ১৫, ২০২২
রেটিং করুনঃ ,