চলমান জীবন যে ভাবে চলুক না কেন চাই বৈচিত্রতা ! জুন, ২০২১
মধ্য জুনে বেশ ষ্পষ্ট করোনার ২য় ঢৈউে দেশ কাহিল হয়ে পড়ছে মনকে শক্ত রাখার চেষ্টা তীব্র হলেও মাঝে মাঝে হতাশা ঘিরে ধরছে, দুই ডোজ দেওয়া পূর্ণ হয়েছে এটাই মনের বড় মনোবল। বাসা আর কর্ম-স্থল এর মধ্যে সীমাবন্ধ জীবন। জীবনের তেমন পরিকল্পনা নেই তেমন আশা দেখাতে পারছি না ঝিমিয়ে আসছে জীবন এক অজানা পথে।
> চেষ্টা চালিয়ে যাচ্ছি হতাশাকে দূর করে দিতে, মনবল এখন বড় মূল্যবান
> সাহস সঞ্চয় করে নিজেকে এগিয়ে নেওয়া অন্য কোন বিকল্প নেই।
> প্ররিশ্রম পরিশ্রম আর পরিশ্রম এটাই দরজা খুলে দেওয়ার চাবি।
করোনাকালে জীবন ধারণে অনেক পরিবর্তন এসেছে সেই পরিবর্তন ধরে পৃথিবী, পৃথিবীর মানুষ এগিয়ে চলেছে, পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বিশেষ করে প্রযুক্তির উপর ভর করে। যা যা পরিবর্তন হলো, যে পরিবর্তনে মানুষ অভ্যস্ত হয়ে পড়লো সেই পরিবর্তনের ধারাকে আরও উন্নত করে নিজেকে এগিয়ে চলা, মানিয়ে চলা। অনলাইনে মিটিং, পোষাক, বাচন ভঙ্গি বিশেষ করে ভাষার মাধ্যম ইরেজিকে আরো উন্নত করে ধারণ করা।
তারিখঃ জুন ১৮, ২০২১
রেটিং করুনঃ ,