চলমান জীবন যে ভাবে চলুক না কেন চাই বৈচিত্রতা ! মে, ২০২১
সময়টা এখনো বেশ খারাপ, ভালো অবস্থায় আসেনি করোনার ২য় ঢৈউে সারা বিশ্ব, সারা দেশ এখনো কাহিল, তবে কেটে যাবে এই দূর্যোগ। খারাপ সময়টা সাময়িক। স্বাভাবিক অবস্থা ফিরে আসার কথা আর না আসলেও যারা সঠিক ভাবে পা ফেলেছে বিপদ কাঁমড় দেয় নি তারা ভালো করছে আরো ভালো করবে।
> উচিত ছিল অযথা ভয় ভীতিকে প্রধান্য না দিয়ে স্বাভাবিক ধারায় পথ চলা, জীবন ধারা পরিবর্তন করে ক্ষতি হয়েছে অনেক।
> ক্ষতি পুষিয়ে নেওয়ার একমাত্র উপায় স্বাস্থ্যের দিকে মনযোগ দেওয়া, ভালো খাবার খাওয়া, শারিরিক পরিশ্রম ও ব্যায়াম করা।
> প্রফুল্ল থাকা, চিন্তা মুত্ত থাকা, সকলের সাথে যোগাযোগ বাড়ানো আর কোন হিসাব করলে মনের শক্তি বাড়ে সেই পথ ধরে এগিয়ে চলা। ইতিবাচক দিকগুলিকে প্রধান্য দেওয়া, নেতিবাচক দিকগুলি এতোদিন শুধু ক্ষতি করেছে ইচ্ছা মত, শেষে নেতিবাচকের কাছে নিজের হচ্ছে পরাজয়। এগিয়ে যেতে পারি শুধু মাত্র ইতিবাচক পথ ধরে।
তারিখঃ মে ৩১, ২০২১
রেটিং করুনঃ ,