সময়টা এখন খুব খারাপ, করোনার ২য় ঢৈউে সারা বিশ্ব, সারা দেশ, দেশের মানুষ এখন অনিশ্চতার মধ্যে, অর্থবানরা নিরাপদে, ভালো অবস্থানে এই সময়টিতে অর্থবানদের চিন্তার বিশেষ কোন কারণ নেই। তাদের আয় অর্জন চলমান ধারায়। আর অর্থ দিয়ে করোনার ছোবল মোকাবেলা করতে পারবে তারা !
জীবন এখন বৈচিত্রতার মাঝ দিয়ে চালিয়ে নেওয়াটা বেশ কঠিন। জীবনের অনিশ্চয়তা এখন প্রবল। কি হয় কখন ! কোন ধারণা নেই কারোই।
> এই খারাপ সময়টা অতিক্রম করার বড় হাতিয়ার হচ্ছে মনের মনোবল, বিষন্নতা হতাশার কোন স্থান না রাখা তা হলে তারা চিন্তা ধারায় তাদের আধিপত্য বিস্তার করতে পারবে না।
> মনের প্রফুল্লতা, হাসি মুখ, উচ্ছ্বাস, মনের আনন্দ প্রকাশ নিজেকে সাফল্যের পথে পরিকল্পিত পথে এগিয়ে যাওয়ার বড় ঔষধ।
> সামনে কোন বিপদ নেই, সাহায্য করার অনেক মানুষ আছে – এই বিশ্বাস থাকবে মনে। বিপদ এসে খানিকটা ভুগিয়ে বিপদ সহজে কেটে যাবে খুব সাবলীল ধারায়।
> করোনাোধের যে নিয়ম কানুন আছে বা যা করণীয় তা অক্ষরে অক্ষরে পালন করাটাই বুদ্ধিমানের সেই সাথে শারিরিক ব্যায়াম ও ভালো খাবার খাওয়া।
এই খারাপ সময়ে জীবনের মাঝে বৈচিত্রতার জন্ম দেওয়াটা সবচেয়ে মূল্যবান বিষয়; যেখান থেকে জন্ম নিবে সাফল্যময় একটি জীবন।
তারিখঃ এপ্রিল ০৬, ২০২১
রেটিং করুনঃ ,