চলমান জীবন যে ভাবে চলুক, সেই চলমান থেকে জীবনের প্রতি ক্ষেত্রে একটি বৈচিত্রতা খুব আবশ্যক, নিরানন্দ জীবন জীবনকে ক্ষয় করে এর থেকে পরিত্রাণ খুব জরুরী আর সেটি কার্যকর করতে প্রয়োজন জীনের প্রতিটি দিন ঘন্টাকে গুরুর্ত্ব পূর্ণ করে তোলা। আজ এখান থেকে শুরু হোক ঠিক এখন থেকে জীবনের প্রতি ক্ষেত্রে একটি বৈচিত্রতার সূচনা করা। তাই লিখে রাখা প্রয়োজন দিনের গুরুর্ত্ব পূর্ণ কয়েকটা লাইন প্রতিদিন হোক তা অন্ততঃ এক লাইন বা চার লাইন, এই ধারাবাহিকতা বজায় রাখাটাই জীবনের গতি পাল্টানো।
> কর্ম ক্ষেত্রে নিজেকে আজ শান্ত রাখতে পেরেছি কিছুটা উত্তজিত হওয়ার বদলে, মানিয়ে নিয়েছি।
> জীবনের খুব গুরুত্ব পূর্ণ বিষয় মানুষ আজ সেই মানুষের সাথে যোগাযোগের মাত্রা বাড়িয়েছি।
> জীবনকে পরাজিত করার বড় শক্তি হচ্ছে ভয় সেই ভয়কে দমিয়ে রেখে নিজেকে কিছুটা সাহসী করতে পেরেছে।
> এখন তথ্য ভান্ডার বৃহৎ করার সময়, নানান তথ্যে ভান্ডার বড় করে চলার সময় – চেষ্টা করছি তথ্য ভান্ডারকে বৃহৎ করতে।
তারিখ: ফেব্রুয়ারী ০৮, ২০২১
সুন্দর, গ্রহনযোগ্য ভালোলাগার চিন্তা বা ধারণাগুলি মাথায় বা কোথাও লিখে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা এক সময় বাস্তবায়নের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যায়।
> প্রতি মাসে একটি পারিবারিক ভ্রমণের সূচি পরিকল্পনায় রেখে দিলাম যা বড় ভ্রমণের পথ দেখাবে এই আশায়।
> শারিরিক পরিশ্রমের দিকে নিয়মিত চর্চাকে গুরুত্ব দেওয়া এবং দিতে শুরু করেছি।
> পেশাগত দিকটাকে বেশি গুরুত্ব দেওয়া অধিক তথ্য সহ এবং এগিয়ে চলেছি।
> তারুণ্যকে অনুসরণ করা বিশেষ করে তাদের আগ্রহি বিষয়গুলিকে মাথায় রাখা নেট সাথে নতুন প্রযুক্তিকে আয়ত্বে রাখা, এবং নেই খাতে সময়ও দিচ্ছি।
তারিখঃ ফেব্রুয়ারী ০৯, ২০২১
চলমান জীবনকে গতিশীল করতে বড় প্রয়োজন প্রতিটি পদক্ষেপে সাহসীকতার পরিচয় দেওয়া ও স্বাক্ষর রাখা।
> কোন কিছুকে আর ভয় সংকোচের মধ্যে না রেখে পথ অতিক্রম করার একটি চেতনা জাগিয়ে তুলছি।
> সহজ কাজগুলিকে ভয় যে কঠিন করে ফেলে তা এখন নিজের কাছে ষ্পষ্ট বিশৈষ করে নিজের চিকিৎসায় সাফল্য দেখার পরে এই চেতনা বেশ ভালো ভাবে কাজ করছে।
> ভয়কে দূর্বল করে দিতে প্রায় সব বিষয়ে বেশ আগ্রহি, সব কিছুকে অনুকূল ভাবে দেখছি।
> এখন প্রয়োজন প্রতি সময়ে প্রতি দিন উন্নতি থেকে উন্নতি সেটি কথা বলার ক্ষেত্রে হোক আর কর্ম ক্ষেত্রে হোক একটি ফলাফল চাই।
তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২১
পৃথিবীতে মানুষেই মানুষের জন্য সবচেয়ে বড় চ্যলেন্জ; বিস্ততার সাথে বিশ্বাসের সাথে খুব সহজ ভাবে মানুষের সাথে মিশে যাওয়ার মত, মানিয়ে নিয়ে চলার মত আর বড় বোন গুণাবলি আছে বলে মনে হয় না।
> নতুন প্রজন্মের সাথে, সম বয়সির সাথে এবং অভিজ্ঞ মানুষের সাথে সমান তালে বেঁছে বেঁছে কিছু মানুষের সাথে মেশাটা খুব জরুরী তবে সকলের সাসে সমান তালে নয়।
> চাওয়াটা নিজের আর নিজের চাওয়ার দিকে মানুষ এখন আগ্রহ বেশি তার টা তাকে পেতেই হবে; কঠিন প্রতিযোগিতার মনভাব থেকে মানুষ এখন এই বিশ্বাসে বিশ্বাসী। আপনা আপনি কোন কিছুই এখন আর আসে না কেউ অনুগ্রহ করে কেউ কিছুই দিবে না। চাওয়া ও পাওয়ার সাথে মানুষের সাথে মিশে যাওয়ার বিষয়টা খুবই গুরুত্ব পূর্ণ।
> সুক্ষ্য দক্ষতায়, অভিজ্ঞতায়, হিসাব নিকাশে মানুষকে আপন করে নেওয়াটা বড় মূল্যবান বিষয়।
তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২১
জীবনে কৃতজ্ঞতাবোধ একটি বড় বিষয় এর মূল্যায়ন করা গুরুত্ব দেওয়া।
> একজন অগচরে অনেক উপকার করে গেল কিন্তু তাকে কৃতজ্ঞতাবোধ দেখানো হলো এক সময় কৃতজ্ঞতাবোধ বিষয়টি জীবন থেকে হারিয়ে যাবে। অন্য কোন জনকে উপকার করার পরও সে কোন কৃতজ্ঞতাবোধ দেখালো না, এখানে সমস্যা নেই, হয় তো তার মধ্যে কৃতজ্ঞতাবোধ বিষয়টি জন্ম নেয় নি।
> কৃতজ্ঞতা বোধ দেখানো বা জানানোর প্রক্রিয়া একবার শুরু হলে তা আর কখনো থামে না, ইদানিং এই বিষয়টিতে বেশ আগ্রহী হয়ে পড়ছি।
> কৃতজ্ঞতাবোধের মধ্যে জীবনের সার্তকতা জড়িত তাই কৃতজ্ঞতাবোধ থেকে নিজেকে সরিয়ে রাখা সবচেয়ে বোকামী আর কৃতজ্ঞতাবোধ জানাতে কোন পরিশ্রম বা অর্থ ব্যয়ের প্রয়েজন না। একশত জনকে কৃতজ্ঞতাবোধ জানানো পরে শুধু একজনই অনেক কিছু প্রতিদান দিতে পারে শুধু মাত্র কৃতজ্ঞতাবোধ জানানোর কারণে।
তারিখ: ফেব্রুয়ারী ১২, ২০২১
নিজেকে এবং অন্যকে সুন্দর করে তোলা একটা কলা বা আর্ট; এটির চর্চা করতে অর্থ ও সময়ের বেশি প্রয়োজন হয় না শুধু মাত্র সজাগ ও সচেতন ও চাই নিয়মিত থাকা।
> হোক তা শরীর চর্চা, সৌন্দর্য চর্চা, মন চর্চা, মননের চর্চা খুব নিয়মিত হওয়া প্রয়োজন। খাপছাড়া সময়ই খাপছাড়া।
> কন্ঠ স্বর সুন্দর করা, সুন্দর বাচন ভঙ্গি, শুদ্ধ প্রকাশের ভঙ্গিমা সবই চর্চার বিষয়, অনুশিলন, অনুসরণের বিষয়।
> পোষাক পরিচ্ছদ দামী না হোক, রুচি সম্পূর্ণ চলমান, পরিচ্ছন্ন নিজেকে অনেক আকর্ষনিয় করে তোলে।।
> পোষাকে মান-সন্মত সুগন্ধি একটি বড় বিষয়, মানুষকে কাছে টানে, নিজেকে রাখে প্রফুল্ল।
> পোষাকে এমন একটি আর্ট, রঙ, নক্সার প্রয়োগ থাকা প্রয়োজন যা দর্শকে অনেক ক্ষণ আকৃষ্ট করে রাখে।
তারিখ: ফেব্রুয়ারী ১৫, ২০২১
অধিক মেধায় অনেক গুণাগুণ নিয়ে অনেকের জন্ম হয় না, আমারও হয় নি; কিন্তু মেধাবী ও অনক গুণে গুনান্তিত কে না হতে চায় এই ক্ষেত্র সহজ উপায় হচ্ছে ভালো বিষয়, ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে অনুসরণ করা, হোক তারা এই প্রজন্মের প্রযুত্তিতে ধারালো, অনেক অভিজ্ঞতায় প্রখর মানুষ।
> বিশেষ করে তারুণ্যে যারা কঠোর পরিশ্রম করে শীর্ষে উঠেছে তারা বড় অনুসরনীয় হওয়াটাই বুদ্ধিমানের কারণ তাদের মধ্যে ভিসন ও লক্ষ্য ভালো ভাবে কাজে লাগায়। বুদ্ধিমতি চলচিত্র অভিনয় শিল্পীরা জানে বয়স তেতত্রিস হয়ে যাওয়ার পরে আর প্রতিযোগিতায় টিবে থাকা যায় না। তাই তারা তেতত্রিস পূর্ববর্ত্তি ও তেতত্রিস পর-বর্ত্তি সময়ের ভালো একটি ছক এঁকে এগিয়ে চলেন যারা লক্ষ্য মত সাফল্য অর্জন করেন তারাই উঠে আসেন শীর্ষে।
> ক্রমাগত ভাবে যারা লিখে চলেন তারা লেখক হতে পারেন লেখা থামিয়ে দেওয়ার অর্থ তিনি লেখক পেশা থেকে অবসর নিলেন। এই ক্ষেত্রে আমার কোন সু-নিদৃষ্ট লক্ষ্য নেই তবে এখনও লক্ষ্য থাকা ভালো এবং নিয়মিত লিখে অন্তত নিজের কাছে একজন লেখক হিসাবে পরিচিত হওয়া এবং সাথে আত্স-বিশ্বাসী হওয়া।
> লিখতে চাইলে এক নিষ্ট ভাবে প্রচুর পড়ার প্রয়োজনীয়তা চলে আসে আর প্রচুর পড়া থাকলে এবং তা মাথায় থাকলে নিজের মধ্যে একটি লেখার তাড়না চলে আসবে, সাথে চলে আসবে লেখার একটা দায়িত্ব বোধ। নিজের মধ্যে প্রশ্ন ঘোরপাক খেতে থাকবে যে আমি যদি অধিক জানি আমার মধ্যে যদি লেখার ভাবনা বা খোরাক থাকে তবে নিয়মিত কেন আমি লিখব না !
তারিখ: ফেব্রুয়ারী ২৫, ২০২১
রেটিং করুনঃ ,