লেখক:Abhijit Chowdhury
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে কোয়াডের অনলাইন বৈঠকে অংশ নেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশ মন্ত্রকের তরফে এই বৈঠক প্রসঙ্গে জানানো হয়েছে যে চার দেশের নেতাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনাক্রম নিয়ে আলোচনা করেছেন।
এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে ওয়াশিংটন ডিসিতে কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকের পর থেকে কোয়াড উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয় আজকের এই বৈঠকে। প্রসঙ্গত, চার দেশের রাষ্ট্রপ্রধানরা এই বছরের শেষের দিকে জাপানে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই আবহে আজকের বৈঠকে চার নেতাই পারস্পরিক সাহায্য জোরদার করার মাধ্যমে সুনির্দিষ্ট ফলাফল অর্জনের লক্ষ্যে সম্মত হন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে কোয়াডের অনলাইন বৈঠকে অংশ নেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশ মন্ত্রকের তরফে এই বৈঠক প্রসঙ্গে জানানো হয়েছে যে চার দেশের নেতাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনাক্রম নিয়ে আলোচনা করেছেন।
এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে ওয়াশিংটন ডিসিতে কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকের পর থেকে কোয়াড উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয় আজকের এই বৈঠকে। প্রসঙ্গত, চার দেশের রাষ্ট্রপ্রধানরা এই বছরের শেষের দিকে জাপানে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই আবহে আজকের বৈঠকে চার নেতাই পারস্পরিক সাহায্য জোরদার করার মাধ্যমে সুনির্দিষ্ট ফলাফল অর্জনের লক্ষ্যে সম্মত হন।
সূত্রঃ বাংলা হিন্দুস্থান টাইমস।
তারিখঃ মার্চ ০৪, ২০২২
রেটিং করুনঃ ,