চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানে নামে থাকা জাদুঘর সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
আজ সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এই কথা বলেন।
মুরাদ হাসান বলেন, জিয়াউর রহমান ছিলেন গুপ্তঘাতক, পাকিস্তানের দালাল ও একজন খুনী। তাই তাঁর নামে রাষ্ট্রের টাকায় কোনো জাদুঘর থাকতে পারে না। এ জন্য চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউজে জিয়ার নামে নামকরণ করা জাদুঘর সরিয়ে ফেলা হবে। সেই ভবনকে পুনরায় সার্কিট হাউজে পরিণত করা হবে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ ১৮টি নিষ্পাপ প্রাণকে যারা হত্যা করেছে তাদের মূল মদদদাতা, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী প্রধান কুশীলব এবং পরবর্তীতে তথাকথিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ চৌধুরীসহ চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ সেপ্টম্বর ০৬, ২০২১
রেটিং করুনঃ ,