ভুলে যাওয়ার উপদেশ বানী দিয়ে
অযাচিত একটি দায় চাপিয়ে হুট করে
তোমার চলে যাওয়াটা জগৎ পছন্দ করে নি।
ভুলে “যাওয়া না যাওয়া” এটি তো আমার শাসিত আঞ্চলের বিধি ধারা
তোমার ফরমান তো আর আমার শাসিত আঞ্চলে খাটে না।
হুশিয়ারী দিয়ে গেলাম খন্ড সেকেন্ডের জন্য তোমাকে ভুলে যাব না আমি !
যে আমিকে তুমি প্রমিজ করেছিলে “চির দিনের আমি” বলে।
এতে যদি তোমার অশান্তির মেঘ নামে, কষ্টের বারিধারা নামে, নামুক !
ভাঙ্গুক তোমার ঘর টর্নোডোর প্রচন্ড দমকা বাতাসে।
ভেসে যাক তোমার শখের পালঙ্ক, যতনে রাখা বালিশ দুটি।
এমন দৃশ্য দেখে আমার বরং উচ্চ অট্টহাসি মুখে দিবে স্রোত।
একদিন ধন-দৌলতকে তুচ্ছ বলে ভুলে যেতে বল আজ অতীত সম্পর্ককে !
আজ আমি তোমার সেই মহা-প্রেমিক নই। তোমার ঘর ভাঙ্গার কারিগর।
রেটিং করুনঃ ,