নোটিশ এসেছে এবার হবে জায়গা বদল
অজানা এক অনুভূতিতে কাঁপে হৃদয় তল
তবে বিদায়ের ঘন্টা বাজে নি
বিদায় সাজে কেউ সাজে নি
এ যেন সেই ছোট্ট বেলার ক্লাস বদলের মত
বছর বছর যেমন হত প্রতি বছর অবিরত।
এ ঘর থেকে ঐ ঘরে যাওয়া
যেন ক্লাসের বদল করা হাওয়া।
বড় হয়েছি বেশ তাই ঘর বদলের হাওয়া যে বড় কঠিন
হৃদয় বিনিময়ে দিনে দিনে এবার বেড়েছে যে বহু ঋণ
ছল করে অকারণে যে নেশা ছিল তোমাকে দেখার
তা কি হবে লীন! নাকি হৃদয় মাঠে যুদ্ধ হবে শুধুই একার।
তুমিও যদি একটু ছল করে দেখার সুযোগ দাও
কেমন আছি আমি! যদি কখনও জানতে চাও !
মনকে দিও না বাঁধা হৃদয় দুয়ার দিও খুলে
দেখবে শান্ত নদীতে আমরা চলেছি তরীটিতে পাল তুলে।।
যতই আসুক ঘর বদলের নোটিশ, যতই হোক ঘর বদল
আমরা থেকে যাবো এক তরীতে আসুক যত ঝড় বাদল।।
তারিখঃ আগষ্ট ০৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,