গভীর বনের একটি পাতা
নদীর একটি ছোট্ট ঢেউ
সন্ধ্যা রাতের একটি জোনাক
ছোট্ট একটি পাখির উড়ে চলা
শিশুর এক ফালি হাসি
আকাশে চিলের উড়ে চলা।
কেন এইসব ভালো লেগেছিল খুব
কিছু জানা নেই।
ঠিক তেমন করে ঠিক কখন থেকে
ভালো লাগা শুরু হয়েছিল!
শুধু অবাক বিশ্ময়ে ভেবেছি
আর শুধু ভেবেছি।
মধ্য সাগরে যেমন কোন কূল কিনারা খুঁজা বৃথা
ঠিক তেমন।
তাই আর ভাবি নি।
জেনেছি এই ভালো লাগা বোধ
জন্ম দিয়েছে হৃদয়ে
এক ঘনো ভালো লাগা বোধের
কোন লক্ষ্য বা পরিকল্পনা ছাড়া।
বিজ্ঞানীরা সু-নিদৃষ্ট লক্ষ্য নিয়ে চলে, সফল মানুষরাও!
আমার চলাচলে কোন লক্ষ্য নেই,
ঘনো ভালো লাগা বোধের
জন্ম হয়েছে হৃদয়ে তাই।।
লক্ষ্যহীন, বন্ধনহীন, ভয়হীন এই আমি আজ
ঘনো ভালো লাগা বোধের কারণে
মিশে আছি তোমার হৃদয়ের অনেক গভীরে।
জানবে ঠিক একদিন তুমিও
ঘনো ভালো লাগা বোধের কি কারণ!
তারিখঃ জানুয়ারী ২৫, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,