একটি নতুন খবর জানলাম প্রত্রিকা পড়ে তা হলো, পৃথিবীর মতো ছোট গ্রহকে গ্রাস করে নিতে পারে সূর্যের মতো বড় বড় নক্ষত্র। এই রকম কথা আমি আগে না শুনলে বিজ্ঞানীদের এ রকম তত্ত্বের কথা হয়তো অনেকেই নাকি আগেই শুনেছেন, কিন্তু এর আগে এ ধরনের কোনো প্রত্যক্ষ প্রমাণ বিজ্ঞানীদের হাতে ছিল না।
নাসার পাঠানোর এক বিবৃতিতে হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের গবেষক অ্যান্ড্রু ভ্যান্ডারবার্গ বলেছেন, এইবারেই প্রথমবারের মতো আমরা প্রচণ্ড মাধ্যাকর্ষণের চাপে ক্ষুদ্র একটি গ্রহকে চূর্ণ হতে দেখেছি, এর রশ্মিতে গ্রহের সবকিছু বাষ্প হয়ে উড়ে যেতে এবং ওই নক্ষত্রের দিকে পাথুরে উপাদান ধেয়ে যেতে দেখেছি।’
বড় বড় নক্ষত্র ছোট গ্রহকে গ্রাস করে বা গিলে ফেলার কোন খবর আমার জানা না থাকলেও বড় বড় মাছ ছোট মাছগুলিকে গিলে খায়, ব্যাঙ ছোট ছোট পোকা মাকড় কিম্বা বড় সাপ, কুমিড় অনেক কিছুকে গিলে বা চিবিয়ে চিবিয়ে খায়। ছোট মাথায় এগুলি জানা ছিল, বড় হয়ে জানলাম বড় বড় ব্যাসায়িক প্রতিষ্ঠান গুলি ছোট ছোট ব্যাসায় প্রতিষ্ঠানকে গিলে খায় আর এরা গ্রুপ ওফ কোম্পানী নামে পরিচিত। আবার রাজনীতিতেও বিষয়টি বেশ চালু আছে আবার উল্টাও আছে বড় দল ভেঙ্গে ভেঙ্গে টুকরা হওয়া, আবার জোড়া লাগা !
পৃথিবীর মতো ছোট গ্রহকে গ্রাস করে নিতে পারে সূর্যের মতো নক্ষত্র, কথাটি ভাবতে গিয়ে নূতন একটি ভাবনা মাথায় আসলো, আর আসারও কথা এই কারণে যে আমিও মাঝে মাঝে লিখি, লেখক না হলেও লেখক হওয়ার উচ্ছা তো থাকতেই পারে। ভাবনাটি হলো কোন বড় লেখক আমাকে যদি গিলে খায় অর্থাৎ আমার লেখিগুলিকে যদি বড় কোন লেখক নিজের লেখা বলে চালিয়ে দেয় বা আমার ভাবনাগুলির কিছু পরিবর্তন ঘটিয়ে বড় লেখক যদি তার লেখায় অন্তর্ভুক্ত করে দেয় !
তবে এটি যে ভবিষতের ভাবনা এমনটি নয় অতীতে অনেক লেখকই নাম না জানা অনেক লেখকের ভাবনাগুলি নিজের মত সাজিয়ে তার লেখার সম্রাজ্য যে বৃদ্ধি যে করে নি তা কিন্তু নয়। আমরাও যারা ছোট পরিসরে লিখি তারাও যে বড় বড় লেখকের ভাবনা থেকে কিছুটা ভিন্ন ধারণার জন্ম দিয়ে যে লিখি না তা বেশ শক্ত করে বলা যাবে না। লেখার জন্য তো পাঠক হয়ে ভালো পাঠক হয়েই তো লেখার রাস্তা খুঁজে পাই।
সর্বত্রই বড়রা ছোটদের গিলে খাবে বা গ্রাস করবে এমন যেমন চলবে এখনও চলছে আর অতীতেও চলেছিল তবে এ সব জেনে আমাদের থেমে যাওয়া বা হতাশ হয়ে পড়ার কিছু নেই – এগিয়ে যেতে হবে সঠিক পথে, উন্নত চিন্তা ধারার মন মানসিকতা নিয়ে।
তারিখঃ ২৪ অক্টোবর ২০১৫
রেটিং করুনঃ ,