ছোট্ট বেলায় কত তাকিয়ে থেকেছি শহর পানে
গৃহস্থ্য বাড়িতে দাওয়াত পাওয়ার আশার মত
কবে শহরকে ছুঁবো, শহরবাসী হবো !
যে গ্রামবাসী হয়ে ইংরেজীতে লেখা বিল বোর্ড, সাইন বোর্ড দেখি না
বড় আর আধুনিক গাড়ি, মাথার উপর দিয়ে উড়োজাহাজ চলে যাওয়া।
বড় বড় সু-উচ্চ অট্টলিকা, বাহারী সাজে নগরবাসী দেখা,
বড় পর্দা, ছোট পর্দার নায়ক-নায়িকার দেখার সৌভাগ্য
বড় বড় নেতাদের সাক্ষাৎ তাঁদের ভাষন নিজ কানে শোনা।
বেতার ভবন, টিভি ভবনের আশপাশ দিয়ে ঘুরাঘুরির কত যে স্বপ্ন!
টিভি চ্যানেল পাল্টানোর মত চোখের পলকে দেখি শহরবাসী হয়েছি।
সৃষ্টি-কর্তা যেন নিজ হাতে স্বপ্ন পূরণ করে দিয়েছেন্।
তবে এবার শুধু নিঃশ্বাস নিতে গ্রামে ফিরতেই হবে।
যেখানে সবুজ বাগানে গাছের পাতায় পাতায় পাখির কিচির মিচির।
বিলে ঝাঁক বেঁধে মাছের সাঁতার কাটা, অচমকা পেখমের উড়ে চলা,
গাভীর আদর বিলানো, দীঘিতে হাঁসের সাঁতার কাটা
কুচরি পানার মাঝে সাপের চলাচল যে গ্রামে।
নিজ হাতে লাগানো গাছগুলি আমার মাথা ছুঁয়েছে
জানান দিতে চায় আমি প্রিয়জন ফিরে এসেছি তাদের মাঝে
বিলাবে ফল, কঁচি পাতা, ডাল, বৃষ্টির বড় বড় ফোঁটা আমার তপ্ত দেহে।
আমাকে জানাবে ডালে বেঁধেছে পাখি তার বাসা।
এইখানে, এই গাছের তলায় হোক আমার মৃত্যু। হোক কবর, প্রিয় গাছের ছায়ায়
সবুজ ঘাসে ঢাকা।
তারিখঃ জুন ১৯, ২০১৮
রেটিং করুনঃ ,